ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি সালেহা বেগমের (২৩) মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সালেহার স্বজন ও বিভিন্ন শ্রেণী-পেশার দেড় শতাধিক লোক সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ওই মানববন্ধন করেন। মানববন্ধনে সালেহার স্বামী জহুরুল ইসলাম বলেন, ‘ভুল চিকিৎসা ও অবহেলা করে আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। তাই আমরা চিকিৎসক কামরুন্নেছার ফাঁসির দাবি জানাতে এই মানববন্ধনের আয়োজন করেছি।’ জহুরুল আরও...

